কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি,ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৮:১৮
অ- অ+

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন। সোমবার ভোরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর এলাকার আ. রহিমের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার বাহারুল ইসলাম বলেন, জুলাই মাসের শেষ দিকে হানিফ অ্যাজমায় অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হানিফ নরসিংদর শিবপুর থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় ১৯৯২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তাকে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়। ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ স্থানান্তর করা হয়।

ঢাকাটাইমস/৩আগস্ট/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা