‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় সভাপতির মায়ের ইন্তেকাল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ০০:০৮
অ- অ+

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবিরের মা মারা গেছেন। সমাজসেবক রত্নগর্ভা হাসেনা বেগম (৬৫) ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর সোয়া ১২টায় মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। পরে রাত ৮টায় তার দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়। মরহুমার জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

মৃত্যুকালে তিনি স্বামী, চার পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পদ্মকোট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আজমের স্ত্রী ছিলেন।

হাসেনা বেগম সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সম্মাননা ও রত্নগর্ভা হিসেবে স্বীকৃতি পান। তার বড় ছেলে সফিকুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দ্বিতীয় ছেলে হুমায়ুন কবির ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি, তৃতীয় ছেলে ওমর ফারুক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, চতুর্থ ছেলে মনিরুল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক। কন্যা কুহিনূর আক্তার গৃহিনী।

হাসেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ন্যাপ (মোজাফ্ফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা আহাম্মেদ, ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন, সাবেক সচিব নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি মুস্তাকুর রহমান ফুল মিয়া, আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, আ.লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সদস্য ও ঢাকা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর কমিটির সভাপতি নুরুজ্জামান ভুট্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েল, দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযেদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার প্রমুখ।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা