বৈরুতের বিস্ফোরণ নিয়ে যা জানা যাচ্ছে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৮:২৬ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ০৮:১৮

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় মৃত ও আহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত এবং চার সহস্রাধিক আহত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।লেবাননের অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক প্রধান বলেছেন অত্যন্ত বিস্ফোরক রাসয়নিক পদার্থের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে। খবর বিবিসির।

এই বিস্ফোরণ কারো হামলার মাধ্যমে হয়নি বলে জানিয়েছে লেবানন সরকার। কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুত রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ঘটনাকে বিপর্যয় বলে বর্ণনা করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্‌ইট বার্তায় বলেছেন কোন গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিস্ফোরক অনিরাপদভাবে মজুত রাখার বিষয়টি অগ্রহণযোগ্য।

বিস্ফোরণের জেরে গোটা শহর জুড়ে আতঙ্কের ছায়া বিরাজ করছে। অনেক বাড়িতেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে কাঁচের জানালা।

এএফপির সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সব দোকান-পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত অবস্থায় মানুষ কিংকর্তব্যবিমূড় হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল বহু মানুষ। বহু মানুষকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। বেশির ভাগই রক্তাক্ত অবস্থায়। পুরো এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কেবলমাত্র কিছু অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

সম্প্রতি হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে এমন বিস্ফোরণের পর অনেকে এটিকে হামলা মনে করেছিলেন। তবে বিস্ফোরণের ঘটনার পরই ইসরায়েল জানায় এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই। এছাড়া লেবাননও হামলার ঘটনা প্রত্যাখ্যান করে।

ঢাকা টাইমস/০৫আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০

বিজ্ঞান, প্রযুক্তি খাতের উন্নয়নে জোর দিচ্ছে ইরান-সৌদি

সৌদিতে ইসরায়েলবিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার

হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার

অস্ট্রেলিয়াজুড়েও বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, সংযত ভূমিকায় পুলিশ

নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সেনাদের অবস্থান

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২০০ জন গ্রেপ্তার

পাকিস্তানের প্রথম চন্দ্রাভিযান শুরু, স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

ব্রাজিলে ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ 

গাজা পুনর্গঠনে সময় লাগবে কয়েক দশক, খরচ ৪০ বিলিয়ন ডলার: জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :