ফরিদপুরে হামলা পাল্টা হামলায় ৩০ বাড়ি-ঘর ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২০, ১৮:১১
অ- অ+

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হামলা পাল্টা হামলায় উভয়পক্ষের ৩০ বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে দশজন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি, তালেরশ্বর ও ত্রিপুল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন জানান, পূর্ব শক্রতার জের ধরে উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ফিরোজ খানের লোকজন স্থানীয় আওয়ামী লীগের ইউপি কমিটির সদস্য আব্দুস সামাদ মাতুব্বরের লোকদের বাড়িতে হামলা চালায়। পরে পাল্টা হামলায় ফিরোজের সমর্থকদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্থরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে আব্দুস সামাদ মাতুব্বর বলেন, শুক্রবার বিকেলে আমাদের এলাকায় ফিরোজ খা মিটিং করেন। মিটিং শেষে আমাদের কয়েক জন সমর্থকদের বাড়িতে হামলা চালায় তারা। শনিবার সকালে ফিরোজের কর্মী সমর্থকেরা একজোট হয়ে পাশাপাশি তিনটি গ্রামে হামলা ও লুটপাট করে। এই ঘটনায় আমাদের ২৫/২৬টি বাড়ি ভাঙচুর হয়েছে। এদিকে, হামলা ঠেকাতে গিয়ে বাশার মুন্সি, আলী মাতুব্বর, রাশেদ মাতুব্বর, সামাদ মাতুব্বসহ ১০/১২ জন আহত হয়েছেন।

তবে এ বিষয়ে ফিরোজ খানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি।

(ঢাকাটাইমস/৮আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা