ডেঙ্গুর হানা, একদিনে ঢাকায় হাসপাতালে পাঁচ রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ১৯:৫৫| আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৯:৫৮
অ- অ+
ফাইল ছবি

করোনার হানায় ডেঙ্গুর প্রকোপ ভুলতে বসেছে নগরবাসী। এরই মধ্যে একদিনেই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন পাঁচ রোগী। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১৭ জন ডেঙ্গু রোগী। এ বছর সর্বমোট ৩৮৪ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭ জন রোগী ভর্তি রয়েছে। তবে ঢাকার বাইরে বর্তমানে কোনো ডেঙ্গুরোগী ভর্তি নেই।

তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে একজনের তথ্য পাঠানো হলেও রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পর্যালোচনা করে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৬৬ জন। এর মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন আর আগস্টের মাঝামাঝিতেই ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা