করোনা থেকে রক্ষা পেতে স্মার্ট বাসস্ট্যান্ড!

করোনার প্রকোপ কমাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে দক্ষিণ কোরিয়া। পথে-ঘাটে বেরোনো মানুষদের জন্য শহরজুড়ে তৈরি হলো স্মার্ট বাসস্ট্যান্ড। এই অত্যাধুনিক বাসস্ট্যান্ডের মাধ্যমে যাত্রীরা বাসে ওঠার আগেই দেখে নেয়া যাবে যাত্রীদের শরীরের তাপমাত্রা। ভাইরাস আক্রান্ত যাত্রী থেকে যাতে অন্য সহযাত্রীদের মধ্যে তা সংক্রমিত হতে না পারে তার জন্যও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেখানে ভাইরাস ধ্বংসে রাখা হয়েছে ইউভি ল্যাম্প।
আপাতত রাজধানী সিউলের শহরজুড়ে বসেছে এই ধরনের বাসস্ট্যান্ড। স্ট্যান্ডের দরজায় বসানো রয়েছে স্মার্ট ক্যামেরা। থার্মাল চেকিং করতে সক্ষম হবে যাত্রীদের। ভেতরে পাওয়া যাবে বিনামূল্যে ওয়াইফাই সেবাও।
ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সমস্ত জীবাণু থেকে সুরক্ষা দেবে সেখানকার এয়ার কন্ডিশনিং মেশিনে থাকা ইউভি ল্যাম্প। শহরজুড়ে তৈরি হয়েছে ১০টি এই ধরনের স্মার্ট স্ট্যান্ড।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/জেবি)

মন্তব্য করুন