রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার ভোর রাতে এএসপি রিফাত বাশার তালুকাদরের নেতৃত্বে র্যাবের একটি দল দিয়াবাড়ি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
র্যাব জানিয়েছে, ধর্ষক আমিন তার পাওনা টাকা নেয়ার জন্য ওই শিশুর বাসায় যায়। কিন্তু তখন বাসায় কেউ না থাকার সুযোগে সে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
ধর্ষক আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, সে পেশায় একজন ছিনতাইকারী। তাকে দারুস সালাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে র্যাব।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/ইএস)

মন্তব্য করুন