জয়পুরহাটে বাস-ভটভটি সংঘর্ষে গরু ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৩:১৭| আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৩:৩৩
অ- অ+

জয়পুরহাটের আক্কেলপুরে বাস-ভটভটি সংঘর্ষে বাবু মিয়া (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল দশটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের মাতাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু মিয়া আক্কেলপুর পৌরসভার মাঝগ্রাম মহল্লার ইয়াদ আলীর ছেলে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করে জানান, আক্কেলপুর-জয়পুরহাট সড়কে ইঞ্জিনচালিত ভটভটিতে করে গরু নিয়ে পাঁচবিবি হাটে যাবার সময় মাতাপুর নামক স্থানে বিপরীতমুখী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী বাবুর মৃত্যু হয়। এসময় আহত চার যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রুহুল আমীন জানান, আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে নিজাম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা