বোয়ালমারীতে পণ্যের পরিমাপ সঠিক না হওয়ায় পাঁচজনকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ১৬:৩৮
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি অমান্য করা ও পরিমাপে কম দেওয়ায় পাঁচজনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ তাদের জরিমানা করেন।

জানা গেছে, বুধবার বেলা ১১টায় বোয়ালমারী মাছবাজারে মাছ বিক্রির সময় ওজনে কম দেওয়ায়ে মৎস্য ব্যবসায়ী নৃপেন সরকার ও মিঠুন দাসকে দণ্ডবিধির ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮র ২৯/৪৬ ধারায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, একইদিন বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের বায়োজিদ বেকারিকে বিভিন্ন পণ্যের সঠিক মাপ না থাকায় দণ্ডবিধির ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮‘র ২৫ (১)/৪১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মৎস্য ব্যবসায়ী লিটু রায় ও প্রমল সরকারকে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় ৪০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানান, স্বাস্থ্যবিধি না মানা ও বাজার নজরদারিতে ভোক্তাধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে। কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিদিনিই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা