বোয়ালমারীতে পণ্যের পরিমাপ সঠিক না হওয়ায় পাঁচজনকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০, ১৬:৩৮

ফরিদপুরের বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি অমান্য করা ও পরিমাপে কম দেওয়ায় পাঁচজনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ তাদের জরিমানা করেন।

জানা গেছে, বুধবার বেলা ১১টায় বোয়ালমারী মাছবাজারে মাছ বিক্রির সময় ওজনে কম দেওয়ায়ে মৎস্য ব্যবসায়ী নৃপেন সরকার ও মিঠুন দাসকে দণ্ডবিধির ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮র ২৯/৪৬ ধারায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, একইদিন বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের বায়োজিদ বেকারিকে বিভিন্ন পণ্যের সঠিক মাপ না থাকায় দণ্ডবিধির ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮‘র ২৫ (১)/৪১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মৎস্য ব্যবসায়ী লিটু রায় ও প্রমল সরকারকে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় ৪০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানান, স্বাস্থ্যবিধি না মানা ও বাজার নজরদারিতে ভোক্তাধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে। কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিদিনিই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :