ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ০৮:৫৫| আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৮:৫৭
অ- অ+

ডিএসএলআরের বিকল্প ক্যামেরা ফোন আনছে মটোরোলা। মডেল মটো ই ৭ প্লাস। এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। যা দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যাবে।

সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি ফাঁস করেছে টিপস্টার ইভান ব্লাস। তিনি জানিয়েছেন, মটো ই৭ প্লাস ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা কোর প্রসেসর থাকবে। সাথে দেওয়া হবে ৪ জিবি র‌্যাম। আবার এই ফোনটি ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করতে পারে। এছাড়া ফোনটি ৪৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার সাথে আসবে। এতে নাইট ভিশন সাপোর্ট করবে। পাওয়ারের জন্য এতে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

বলার অপেক্ষা রাখেনা এই ফোনটি গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া মটো ই৬ প্লাসের আপগ্রেড ভার্সন হবে। এই ফোনের ডিসপ্লে ডিজাইন হতে পারে ওয়াটারড্রপ নচ। আবার ডুয়েল ক্যামেরায় লেজার অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। মনে করা হচ্ছে মটো ই৭ প্লাস ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের নিচের দিকে স্বাভাবিক ভাবে স্পিকার গ্রিলস ও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআই ট্যাক্সের টাকায় চলে, অথচ জবাবদিহিতা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেষ হলো বিডিঅ্যাপস ইনোভেশন সামিট: চ্যাম্পিয়ন ডা. চাষী, রানারআপ চিঠি ডট মি
ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বরখাস্ত সিএমপির দুই পুলিশ
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা