বিরাটের দলই সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল: গাভাস্কার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ০৮:১৬
অ- অ+

ব্যালেন্স-দক্ষতা-মেজাজ সবদিক বিচার করে বিরাট কোহলি নেতৃত্বাধীন বর্তমান টেস্ট দলকে দেশের সর্বকালের সেরা টেস্ট দল বলছেন সুনীল গাভাস্কার। কোহলির দলের টেস্ট ক্রিকেটে সাফল্য দেখে কিংবদন্তী ক্রিকেটার বলছেন বর্তমান টেস্ট দলের চেয়ে ভালো টেস্ট দল তিনি মনে করতে পারছেন না।

এই মুহুর্তে তিনে অবস্থান করলেও সাম্প্রতিক অতীতে দীর্ঘ সময় ধরে টেস্ট ক্রিকেটের মসনদে অবস্থান করেছে বিরাট কোহলির ভারতীয় দল। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে সংগৃহীত পয়েন্টের নিরিখে এখনও শীর্ষেই অবস্থান ভারতীয় দলের। এছাড়া কোহলির নেতৃত্বেই প্রথমবারের জন্য ২০১৮-১৯ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল। সব দেখেশুনে লিটল মাস্টার বলছেন, ‘আমার বিশ্বাস ব্যালেন্স-সক্ষমতা-মেজাজের নিরিখে এই দলটাই দেশের সর্বকালের সেরা টেস্ট দল। এর চেয়ে ভালো টেস্ট টিম অন্তত আমার ধারণায় নেই।’

অতীতের দলগুলোর সঙ্গে কোহলি নেতৃত্বাধীন টেস্ট দলের ফারাকও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন গাভাসকর। এব্যাপারে সানি বলেছেন, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন সমৃদ্ধ কোহলির দলের বোলিং আক্রমণ কখনও আবহাওয়ার উপর নির্ভর করে না। ব্যাটিং’য়ের কথা বললে এরকম শক্তিশালী দল হয়তো আগেও এসেছে। কিন্তু এই দলের বোলিং বিভাগও স্কোর করতে জানে।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার জানাচ্ছেন, ‘যে কোনও পরিমন্ডলে এই দলটা জয়ের জন্য আক্রমণ করতে সিদ্ধহস্ত। ম্যাচ জয়ের জন্য পরিবেশের কোনও সহায়তার প্রয়োজন হয় না দলটার। আশির দশকে এমন শক্তিধর ব্যাটিং লাইন-আপ হয়তো ছিল কিন্তু বিরাটের দলে যা বোলার আছে তেমন বোলার সে সময় ছিল না।’

বুমরাহ-ইশান্তদের ফের একবার প্রশংসা করে গাভাসকর জানিয়েছেন, ‘সে কোনও পরিস্থিতিতে বুমরাহ অ্যান্ড কোম্পানি বিপক্ষের ২০টা উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। তাই নিঃসন্দেহে ভারতের এই বোলিং বিভাগ সবচেয়ে বৈচিত্রপূর্ণ এবং সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। তুমি যদি বিপক্ষের ২০ উইকেট না তুলতে পারো তাহলে এখনকার দিনে ম্যাচ জেতা দুষ্কর।’

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে পুশইন
রাতের আঁধারে সীমান্ত দিয়ে পুশইন, ৫২ বাংলাদেশি আটক
কম্বোডিয়ায় দেখার আছে অনেক কিছু
রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা