বিপৎসীমার ওপরে পদ্মার পানি, ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১১:১৬ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ১০:৫৯
ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে খুব সাবধানে ধীরগতিতে চলতে হচ্ছে। ফলে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে।

ফেরি চালকরা বলছেন, তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে যেতে পারছে না। মাঝপদ্মায় যাওয়ার পর ফেরিগুলো যাত্রী ও যানবাহন নিয়ে নির্দিষ্ট নৌরুট থেকে কিছুটা ছিটকে দূরে সরে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই রুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যে কারণে পদ্মায় ফেরি পারাপার ব্যাহত হলেও ঘাট এলাকায় তেমন ভোগান্তি নেই।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পদ্মার পানি রাজবাড়ী-দৌলতদিয়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মায় তীব্র স্রোত থাকলেও এখনো কোথাও গুরুতর ভাঙন শুরুর খবর পাওয়া যায়নি।

ঢাকাটাইমস/২৪আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :