বঙ্গলীগ সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ২২:০৮

স্বাক্ষর জাল করে টাকা দাবির এক মামলায় বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে টাকা চাওয়ার মামলায় আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে গত বছর বঙ্গলীগ সভাপতি শওকত একটি নালিশি (সিআর) মামলা করেন। মামলায় বাড়িভাড়া চুক্তির মাধ্যমে ইউআইটিএস কর্তৃপক্ষের কাছে ভাড়া বাবদ ৫৭ কোটি টাকা দাবি করা হয়।

পরে ১৯ ডিসেম্বর ওই জাল দলিল চ্যালেঞ্জ করে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে পাল্টা নালিশী (সিআর) মামলা দায়ের করে ইউআইটিএস কর্তৃপক্ষ। মামলার অভিযোগে বলা হয়, সুফি মিজানের স্বাক্ষর জাল করে সাক্ষীবিহীন একটি ভুয়া ও জাল বাড়ি ভাড়া চুক্তি তৈরি করে প্রায় ৫৭ কোটি টাকা ইউআইটিএস কর্তৃপক্ষের কাছে দাবি করেন শওকত।

মামলার প্রাথমিক শুনানি শেষে ঘটনা তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পরে পিবিআইর অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ফারুক হোসেন গত ১৪ জুন বঙ্গলীগের সভাপতি শওকত হাসান মিয়ার করা মামলায় বর্ণিত অভিযোগটি ভিত্তিহীন মর্মে প্রতিবেদন দাখিল করেন। অন্যদিকে শওকতের বিরুদ্ধে ইউআইটিএস কর্তৃপক্ষের অভিযোগের সত্যতা রয়েছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে আসামি শওকত হাসান মিয়ার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালতে ইউআইটিএসের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মান্নান ভূঁইয়া, মিজানুর রহমান মামুন ও খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের।

অভিযুক্ত শওকত হাসান মিয়া অ্যাসার্ট ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান ও রাজধানীর বারিধারায় অবস্থিত বহুতল জামালপুর টাওয়ারের মালিক। তার ভাড়া দেওয়া ভবনেই ইউআইটিএসের ক্যাম্পাস ছিল।

এদিকে ইউআইটিএসের অন্যতম আইনজীবী মান্নান ভূঁইয়া জানান, শওকত হাসান মিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারায় অবস্থিত ‘ইউআইটিএস’র উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি টাকা চাঁদাবাজির একটি অভিযোগও রয়েছে। চলতি বছরের ২ জানুয়ারি ভাটারা থানায় এই বিষয়ে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির উপাচার্যের ব্যক্তিগত সহকারী মোস্তফা কামাল।

ওই মামলায় গত ৮ জানুয়ারি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে পলাতক হন শওকত হাসান। ছয় সপ্তাহের জামিন নিয়ে পাঁচ মাস পর গত ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন তিনি। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

১৫ দিন কারাগারে থাকার পর গত ১২ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত থেকে তিনি জামিন পান। সেই জামিন পাওয়ার দুই সপ্তাহের ব্যবধানে তার নামে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :