সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৬:১২ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৬:০৭

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা হলো পাঁচজন।

শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জামিল।

নিহতরা হলেন, গোলাপগঞ্জের ফুলবাড়ি এলাকার মৃত আজমল আলীর ছেলে লাল মিয়া (২৭), ফাজিলপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বাহার উদ্দিন (৪০) ও মো. জাকারিয়া (৩০)। এছাড়া ১২ বছরের এক কিশোর ও ৪৫ বছরের একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, শনিবার সকালে চৌঘরী এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট থেকে বড়লেখাগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :