পাকিস্তানের পেস বোলিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল: ওয়াকার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫
অ- অ+

ইংল্যান্ডে ৩ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে হারলেও সদ্য সমাপ্ত টি-২০ সিরিজের শেষ ম্যাচ রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করেছে ‘মেন ইন গ্রিন’৷ দুই পাক তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের দুর্দান্ত পারফরম্যান্স করেন৷ পাকিস্তানের বোলিং কোচ তথা প্রাক্তন পা পেসার ওয়াকার ইউনুস মনে করেন পাকিস্তানের ‘ট্রেডমার্ক’ পেস বোলিংয়ের ভবিষ্যত উজ্জ্বল৷

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে ওয়াকার ইউনুস বলেন, ‘পেস বোলিং পাকিস্তান ক্রিকেটের ট্রেডমার্ক। বহু বছর ধরে অনেক দুর্দান্ত বোলার খেলেছে৷ আমি নিশ্চিত ভবিষ্যত আবার উজ্জ্বল হবে৷’

কিংবদন্তি এই পাক পেসার আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত বোলার। ইংল্যান্ডের স্কোয়াডে অংশ নেওয়া মোহাম্মদ মুসা আর একজন৷ অনূর্ধ্ব-১৯ এ দু’জন ভালো রয়েছে। অবশ্যই মোহাম্মদ আব্বাস খুব পাকা এবং অভিজ্ঞ।’

ওয়াকার নিজের সমেয় ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতেন। সমসাময়িক ক্রিকেটার মোহাম্মদ আমির মোহাম্মদ আব্বাসও কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন এবং ইংল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে ন্যায্য ধারণা পেয়েছেন। বোলিং কোচ আশাবাদী যে তরুণরাও এক্ষেত্রে তাদের পদক্ষেপ অনুসরণ করবে।

ওয়াকার বলেন, ‘আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে আপনি ইংল্যান্ডে খেলা, বিভিন্ন আবহাওয়া এবং গ্রাউন্ডের পরিস্থিতি, পিচ এবং মাঠের বাইরে জীবন থেকে অভ্যস্ত হওয়া থেকে আপনি কতটা শিখতে পারবেন।’

(ঢাকাটাইমস/০৪ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা