দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করল চেলসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫
অ- অ+

দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করল চেলসি। ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে ব্লুজরা।

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। ব্রাইটন গোলরক্ষক ম্যাথিউ রায়ানের ভুল কাজে লাগান জর্জিনিয়ো। স্পট কিক থেকে গোল করে আনন্দে মাতান গোটা দলকে। ম্যাচের ৫৪ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপান লিয়ান্দ্রো ত্রোসার। তবে তাদের সে খুশি বেশিক্ষণ টেকেনি। মিনিট দুয়েক পরই চেলসিকে লিড এনে দেন রিস জেমস।

ব্রাইটন তাদের দ্বিতীয় ভুলটি করে ম্যাচের ৬৬তম মিনিটে। কুর্ত জুমার শট অ্যাডাম ওয়েবস্টারের পায়ে লেগে সোজা জালের ঠিকান খুঁজে পায়। তাতেই ৩-১ গোলে এগিয়ে যায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ম্যাচের বাকি সময়ে উভয় দলই বিচ্ছিন্ন কিছু আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ায়। কিন্তু কেউই গোলের দেখা পায়নি।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা