ইসিবি সবার জন্য রোল মডেল: মরগান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯
অ- অ+

করোনা মহামারীর প্রভাব সত্ত্বেও আইসোলেশন বিধি অনুসরণ করে এই গ্রীষ্মে ক্রিকেটকে বেশ সফলকার সাথে পরিচালনা করার জন্য দ্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সবার জন্য রোল মডেল- এমনটাই বলছেন সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক এডউইন মরগান।

করোনার ভয়াবহতায় প্রায় চার মাস পুরো বিশ্বে ক্রিকেট বন্ধ থাকার পর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের মধ্য দিয়ে আবার শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেট। এরপর আয়ারল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাথে তিন ফরম্যাটে খেলে ইংল্যান্ড। মূলত আইসোলেটেড ভেন্যু হিসেবে বর্তমানে স্বীকৃত সাউদাম্পটন এবং ম্যানচেস্টারে সবগুলো খেলা অনুষ্ঠিত হয়।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে মরগান জানান, ‘পাঁচ মাস আগেও এমনটা ভাবিনি যে আন্তর্জাতিক ক্রিকেট আমরা আবার শুরু করতে পারবো। পরবর্তীতে সকল বাধা অতিক্রম করে এবং আন্তর্জাতিক সূচির সাথে খাপ খাইয়ে আমরা ভালোভাবে ক্রিকেটের সাথে জড়িয়েছি। টিভিতে আবারও দর্শকেরা সেই উন্মাদনা উপভোগ করছে।’

‘আমি মনে করি ক্রিকেটকে মাঠে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা বেশ অগ্রগামী হয়েছি এবং আমাদের পরিকল্পনা কাজে এসেছে। আইসোলেশন বিধি মেনে আমরা খেলেছি এবং আমাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়নি। আমার মতে এটি একটি ভালো উদাহরণ এবং বিশ্বের প্রতিটি দেশ এ ব্যাপারটি বেশ ভালোভাবে দেখছে।’

মরগান বলেন, ‘যদিও তারা এটাকে আদর্শ মনে করবে, তবুও ইসিবির জন্য এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমার মতে ইসিবি অসাধারণ কাজ করেছে।’

তবে মাঠে ক্রিকেট শুরু করার আগে স্বাস্থ্যগত চিন্তা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন ছিল বলে বিবিসিকে জানান মরগান।

‘করোনার ভয়াবহতায় পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিল। তবে এমনটা যদি আবারও হয়, তবে পরিবারের সাথে আরও বেশি সময় কাটাবো।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও তাদের সাথেই টি-টোয়েন্টি সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ এবং আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ জয়লাভ করে বেশ সফল গ্রীষ্ম মৌসুম কাটিয়েছে ইংল্যান্ড দল।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা