সাবেক মন্ত্রী কামরুলের মামলায় ডিশ ব্যবসায়ী রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪
অ- অ+

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের দায়ের করা একটি মামলায় আলী আহম্মেদ নামে এক ডিস ব্যবসায়ীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপ নিয়ে দায়ের করা এই মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই রিমান্ডের আদেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মুহাম্মদ সাইফুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামির পক্ষে অ্যাডভোকেট জায়েদুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি গাজী শাহআলমসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে স্থানীয় ফিড অপারেটর আলী আহম্মেদ ও দেশত্যাগী সাংবাদিক কনক সারোয়ারের নামে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, কামরাঙ্গীরচরের খলিফাবাগ ও রসুলপুর এলাকায় কেবল নেটওয়ার্কের লাইন সংযোগ রয়েছে ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের। প্রতিষ্ঠানটির পাওনা টাকা আটকে রেখেছেন ফিড অপারেটর এবং ডিশ ব্যবসায়ী আলী আহাম্মেদ। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটি বাদীর কাছে নালিশ দেন। নালিশের পর বাদী আসামি আলী আহম্মেদকে ফোন করে কেন টাকা দিচ্ছেন না তা জানতে চান। ফোনে কথোপকথনটি ওই রেকর্ডকে বাদীর চাঁদাবাজি হিসেবে উল্লেখ করে সামাজিকমাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেন দেশত্যাগী সাংবাদিক কনক সারোয়ার ও বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান। তবে মামলায় ওয়াহিদুজ্জামানকে আসামি করা হয়নি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা