পাটুরিয়ায় পদ্মা পারের অপেক্ষায় ৭ শতাধিক যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩০
অ- অ+

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে যানবাহনের। উভয় ঘাট এলাকায় পদ্মাপারের অপেক্ষায় আছে সাত শতাধিক যানবাহন। সময় যত বাড়ছে যানবাহনের চাপ ততই দীর্ঘ হচ্ছে।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ ও যানবাহনের পারাপারের অন্যতম এই মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব যানে থাকা লোকজন।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি দুই দিন বন্ধ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সীমিত হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।

মঙ্গলবার সকাল থেকে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে ছোট যানবাহন, অ্যাম্বুলেন্স, পরিবহন ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। অতিরিক্ত যানবাহনকে পাটুরিয়া ঘাট থেকে ৭ কিলোমিটার দূরে উথুলী সংযোগ মোড় থেকে আরিচা থানা পযর্ন্ত সারি করে রাখা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা বলতে পারছে না কেউ।

ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা