ধর্ষণ-হত্যায় জড়িতদের সরকার ন্যূনতম ছাড় দেয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২০, ১২:৩৩| আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৩:০১
অ- অ+

সারাদেশে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া ধর্ষণ-হত্যার ঘটনার বিচার সরকার করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। সরকার আইনের শাসনে বিশ্বাসী। ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস চলবে না। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস নয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকার ধর্ষণের ঘটনার বিচার করছে। সবাই ধৈর্য ধরুন। এ নিয়ে প্রতিবাদের দরকার নেই।

সেতুমন্ত্রী বলেন, ধর্ষণ, হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। সরকার আইনের শাসনে বিশ্বাসী। যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের কেউ পার পাবে না।

সভায় রাজনৈতিক ট্যাগ দিয়ে ধর্ষণকে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

ঢাকাটাইমস/৬অক্টোবর/টিএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা