বিশ্বের সবচেয়ে বড় ‘স্বনির্ভর মরুদ্যান’ সৌদির আল আহসা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৩:৫২ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০, ১৩:৪৫

বিশ্বের সবচেয়ে বড় স্বনির্ভর মরুদ্যান হিসেবে সৌদি আরবের আল আহসাকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুকস কর্তৃপক্ষ। শুক্রবার এই স্বীকৃতি পাওয়ার পর আনন্দে মাতেন আল আহসার বাসিন্দারা। খবর আরব নিউজের।

অত্যন্ত যত্ন ও কঠোর পরিশ্রমের পরই এমন সফলতা মিলেছে বলে মত স্থানীয়দের। সেখানে লাখ লাখ খেজুর গাছ রয়েছে। এর বিস্তৃতি ৩২.৯ বর্গমাইল এবং ২৮০টি পানির প্রস্রবণ থেকে পানি সরবরাহ করা হয়।

এই অঞ্চলে উৎপাদিত খেজুর সৌদি আরবসহ বিশ্বজুড়ে বিখ্যাত। হালকা সবুজ ও শীতল আবহাওয়া আল আহসাকে সৌদির অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে।

আল-আহসায় লাইসেন্সধারী ট্যুর গাইড মুহাম্মদ আলখুদায়েরি বলেন, তিনি আশা করেন যে এই জাতীয় নামী সংস্থার স্বীকৃতি আরও বেশি লোককে মরুদ্যান পরিদর্শন করতে এবং এর সুন্দর দৃশ্য উপভোগ করতে উদ্বুদ্ধ করবে।

তিনি বলেন, আল আহসা মরুদ্যানটি ৬০০০ বছরেরও বেশি পুরনো। এত বছর ধরে এটি আগের মতই প্রাণবন্ত এবং সমৃদ্ধ রয়েছে। কিছু গাছ হাজার বছরের পুরনো। বিশেষত এত বছর ধরে এই অঞ্চলটি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে পরিমাণ ভালবাসা এবং শ্রম ছিল সেটিকে কেন্দ্র করে এই ধরনের অর্জন স্বাভাবিক।

আলখুদায়েরি বলেন, আল আহসায় ফলদায়ক খেজুর গাছের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। অনেক বাসিন্দা এই খেজুর গাছের ওপর নির্ভরশীল এবং সেগুলোর সর্বোচ্চ যত্ন নেন।

তিনি জানান, আল আহসার লোকেরা তাদের খেজুরের জন্য গর্ববোধ করে। এসব খেজুর গাছের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সরবরাহ করা হয়। আল আহসার বাসিন্দাদের জীবনযাত্রার জন্য এই খেজুর গাছগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আল আহসায় একটি খেজুর খামারের মালিক ও পরিচালক মুহাম্মদ আলমেলহেম বলেন, আমাদের হাতের তালুর সঙ্গে আমাদের খামারের গভীর সম্পর্ক রয়েছে। তারা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। আমরা তাদের যত্ন নিই এবং তারা আমাদের দেখাশোনা করে।

তিনি জানান, আপনি এত মিষ্টি স্বাদের খেজুর পৃথিবীর কোথাও পাবেন না। এটি আমাদের পরিশ্রমের মাধ্যমে পেয়েছি। এগুলো খাওয়ার জন্যও সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা এটি।

আলমেলহেম বলেন, তিনি আশা করেন যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃতি আরও বেশি লোককে এই অঞ্চলটি দেখার জন্য উৎসাহিত করবে, কারণ এখানে পর্যটকদের দেখার মতো অনেক কিছু রয়েছে।

ঢাকা টাইমস/১০অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম ‘রক্তনালি’!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :