রেসিপি

কাজু বাদামের পোলাও

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৪:০০
অ- অ+

খাবারের স্বাদে নতুনত্ব পেতে কেনা চায়। নামকরা বাবুর্চির হাতের পোলাও আর রোস্ট তো অপরিহার্য এক পদ। এটি ঘরেও তৈরি করা যায়। আজ আপনাদের জানাবো কাজু বাদামের পোলা তৈরির রেসিপি।

উপকরণ

পোলাও চাল: ১ কেজি

কাজু বাদাম: ২ কাপ

পেঁয়াজ কুচি: ২ কাপ

আদা বাটা: ১ টেবিল চামচ

রসুন বাটা: ১ টেবিল চামচ

তেল: আধা কাপ

গরম মসলা (এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রি, শাহজিরা, কাবাবচিনি)

লেবুর রস: ১টি

গুঁড়া দুধ ও মাওয়া গুঁড়া: দেড় কাপ

চিনি: ১/৪ কাপ

কাচা মরিচ: ৭/৮টি

ঘি: আধা কাপ

কিসমিস : আধা কাপ

প্রণালি

চাল মেপে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সাজাবার জন্য একমুঠ কাজু বাদাম রেখে বাকিটা ডিপ ফ্রাই করে নিন। এবার একটা প্যানে তেল ও অর্ধেক ঘি দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রি, শাহী জিরা, কাবাবচিনি, কাঁচামরিচ দিয়ে একটু ফুটে উঠলে তাতে পেঁয়াজ দিন। পেঁয়াজ ভেজে নিয়ে তাতে চাল দিয়ে অন্তত ১০ মিনিট ভালমত ভেজে রাখুন।

এবার লবণ, আদা ও রসুন বাটা দিন।অন্য একটি পাত্রে যত কাপ চাল তার ডাবলের একটু কম পানি নিন, (অর্থাৎ চাল ৪ কাপ হলে পানি নেবে ৭ কাপ)। উক্ত গরম পানি থেকে সামান্য পানি নিয়ে গুঁড়া দুধ ও চিনি গুলিয়ে পোলাওতে রাখুন। লেবুর রস ও ঘি ঢেলে দিন। চুলায় তাওয়া দিয়ে তার উপর পোলায়ের প্যান বসান। ১০ মিনিট দমে রেখে ঢাকনা খুলে মাওয়া, কিসমিস, ভাজা কাজু বাদাম ও ঘি ছড়িয়ে দিন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা