বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি আহত, আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৪:১৫
অ- অ+

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তে গরু পারাপারের সময় তাকে আটক করা হয়।

এসময় আরও একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে বলেও অভিযোগ ওঠেছে।

আটকরা হলেন- উপজেলার চরবোয়ালমারী গ্রামে পানচু মিয়া এবং গুলিবিদ্ধ ব্যক্তি একই গ্রামের বাবুল মিয়া।

বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৮’র নিকট চরবোয়ালমারী সীমান্ত দিয়ে বাংলাদেশি এবং ভারতীয় গরু পারাপারকারী চক্রের প্রায় ২৬ জনের একটি দল বিশেষ কায়দায় কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পার করতে শুরু করে। এসময় ভারতীয় বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে পানচু মিয়াকে আটক করে এবং গুলি ছুঁড়লে বাবুল মিয়া নামে একজন বাংলাদেশি আহত হয় বলে অভিযোগ উঠেছে।

দাঁতভাঙ্গা ইউনিয়নের মেম্বার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

তবে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ বলেন, বিএসএফ বাংলাদেশি এক গরু চোরাকারবারিকে আটক করেছে বলে সীমান্ত এলাকায় গুঞ্জন উঠেছে। বিজিবি এবং বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ষয়টি নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ
সচিবালয়ের ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেপ্তার
টেকনাফে সরকারি ২ লাখ চারাগাছ কেটে ফেলার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা