পাঁচ বছর পুরস্কারের মূল্য কমানোর চিন্তা উয়েফার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৮:০০
অ- অ+

করোনা মহামারীর কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে আগামী পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের প্রাইজ মানি কমানোর পরিকল্পনা করছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ইতোমধ্যেই উয়েফার পক্ষ থেকে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে অবহিত করা হয়েছে। করোনার কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে তারা। টেলিভিশন ও স্পন্সর স্বত্ব থেকে এই আর্থিক ক্ষতি হয়েছে বলে উয়েফা জানিয়েছে। করোনার কারণে গত মৌসুমের নকআউট পর্ব দেরিতে শেষ হওয়ায় এই ক্ষতি হয়েছে।

করোনা মহামারীর কারণে এই দুটি প্রতিযোগিতা মার্চ থেকে বন্ধ করে দেয়া হয়। আগস্টে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হবার পরে প্রতিযোগিতাটি আবারো মাঠে গড়ায়। নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে নকআউট পর্ব আয়োজনে বাধ্য হয় উয়েফা। হোম-অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে সিঙ্গেল লেগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা