বগুড়ায় দুই কোল্ড স্টোরেজকে জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১৮:৪৬
অ- অ+

অতিরিক্ত আলু গুদামজাত করায় বগুড়ার শিবগঞ্জের বিভিন্ন অভিযান চালিয়েছে র‌্যাব-১২ এবং জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি কোল্ড স্টোরেজকে ৬০ হাজার টাকা করেছেন নির্বাহী হাকিম নাছিম রেজা।

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল এবং জেলা প্রশাসন থেকে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শিবগঞ্জের বিভিন্ন কোল্ড স্টোরেজে অভিযান চালায়। এ সময় র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান উপস্থিত ছিলেন। অভিযানে অতিরিক্ত আলু গুদামজাতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুলতান কোল্ড স্টোরেজের মালিক আব্দুল আলিমকে ৪০ হাজার টাকা এবং আফাজ কোল্ড স্টোরেজের মালিক আলফাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম নাছিম রেজা।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষ হব কবে আমরা?
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক, নিরাপত্তা জোরদার
শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল: ইসি
সেনাবাহিনীর ১৪ জন হাসপাতালে: উত্তরায় অনভিপ্রেত পরিস্থিতি, তদন্ত চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা