এক মাসেও গ্রেপ্তার হয়নি জোড়া হত্যা মামলার আসামিরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৪:৩৬ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৪:৩৫

প্রায় এক মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি জোড়া হত্যা মামলার মূল আসামিসহ অন্যরা। অথচ মামলার আসামিরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো ভয়, ভীতি ও হুমকি প্রদর্শন করছে বাদীপক্ষদের।

এমনটাই অভিযোগ নিহতদের স্বজনদের। এতে তারা রয়েছে তীব্র আতঙ্ক ও উৎকন্ঠায়।

গত ২৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর লামাবায়েক গ্রামে কথা কাটাকাটির জের ধরে ইশান ও মনির নামে দুই কলেজছাত্রকে প্রকাশ্যে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অক্টোবর ২১ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। এরপর গত এক মাসে শুধু একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিরা প্রকাশ্যে, নির্বিঘ্নে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, দোকানে আড্ডা দেয়ার সময় লামাবায়েক গ্রামের বাদশা মিয়ার বাড়ির আলী আজম ও বাচ্চু মিয়ার বাড়ির দুলাল মিয়ার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করলে ঘটনাস্থলে ইশান ও মনির নিহত হয়। একই গ্রামের আলী আজ্জম, মাহফুজ ও শফিকুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইশান ও মনিরকে হত্যা করা হয় বলে অভিযোগ নিহতরে স্বজনদের।

তারা জানায়, মামলা হওয়ার একমাস পার হলেও পুলিশ আসামি গ্রেপ্তারে টালবাহানা করছে।

নিহত ইশানের বাবা প্রবাসী মিজানুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের এতদিন পার হলেও আসামির ধরা হচ্ছে না। ছেলেকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

মা আকলিমা আক্তার বলেন, ‘ছেলেই ছিল আমার একমাত্র ভরসা। অনেক শ্রম অনেক প্রচেষ্টা দিয়ে তাকে লালন পালন করেছি। আমার ছেলেকে যারা মেরেছে তারা মুক্ত আকাশের নিচে ঘুরাফেরা করছেন। আর আমরা কষ্টে দিন পার করছি।’

তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর অপরাধীরা পালিয়ে আছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে তাদের অবস্থান চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :