নেয়ামত ভূঁইয়া’র কবিতা: আমার সোনার দেশ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
| আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৪:৪১ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১৪:০৯

শাপলা বিলের দেশ, ডাহুক ঝিলের দেশ,

কুহু ও কেকার দেশ, কাব্য লেখার দেশ।

দোয়েল শ্যামার দেশ, তাল-তমালের দেশ,

অ-আ শেখার দেশ, কাজল রেখার দেশ।

সোনালি ধানের দেশ, বাউল গানের দেশ,

অরুণ আলোর দেশ, সকল ভালোর দেশ,

পৃথিবীর সেরা দেশ, আমার বাংলাদেশ।

রাখাল বাঁশির দেশ, ফুলের হাসির দেশ,

শ্যামল গাঁয়ের দেশ, সোহাগি মায়ের দেশ।

বোনের রাখির দেশ, হলদে পাখির দেশ,

চরকা কাটার দেশ, হলদি বাটার দেশ।

কনের সাজের দেশ, বধুর লাজের দেশ,

মিতালি গড়ার দেশ, পালকি চড়ার দেশ,

পৃথিবীর সেরা দেশ, আমার সোনার দেশ।

রেশমি চুড়ির দেশ, রঙিন ঘুড়ির দেশ,

বাঘ ও হাতির দেশ, চড়ুইভাতির দেশ।

কাজলা জলের দেশ, বেদের দলের দেশ,

সেগুন গাছের দেশ, ইলিশ মাছের দেশ।

খেক-শিয়ালির দেশ, কাঠবিড়ালির দেশ,

আগর ধূপের দেশ, অরূপ রূপের দেশ,

পৃথিবীর সেরা দেশ, আমার বাংলাদেশ।

বৈশাখি মেলার দেশ, হা-ডুডু খেলার দেশ,

নাগরদোলার দেশ, ধানের গোলার দেশ।

শিমুল শাখার দেশ, তালের পাখার দেশ,

পাখির ঝাঁকের দেশ, নদীর বাঁকের দেশ।

আলতা পায়ের দেশ, পালের নায়ের দেশ,

মাল্লা-মাঝির দেশ, পুঁথি ও পাজির দেশ,

পৃথিবীর সেরা দেশ, আমার সোনার দেশ।

পাখ-পাখালির দেশ, জারি-রাখালির দেশ,

পাঁচালি পাঠের দেশ, সবুজ মাঠের দেশ

ধানের শীষের দেশ, দোয়েল শিসের দেশ,

গানের খাতার দেশ, নকশি কাঁথার দেশ।

গরুর গাড়ির দেশ, মামার বাড়ির দেশ,

আমের ছায়ার দেশ, শ্যামল মায়ার দেশ,

পৃথিবীর সেরা দেশ, আমার সোনার দেশ।

বাউল সাজার দেশ, হাসন রাজার দেশ,

লালন কানাইর দেশ, দোতারা সানাইর দেশ।

তবলা খোলের দেশ, মধুর বোলের দেশ,

কাকন শাঁখার দেশ, আদর মাখার দেশ।

শীতের পিঠার দেশ, গুড়ের মিঠার দেশ,

সোনালি আঁশের দেশ, পলাশ কাশের দেশ।

দুখু ও রবি’ র দেশ, টুনু’র ছবির দেশ,

লাল-সবুজের দেশ, আমার বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :