ফার্স্ট লেডি হলেও শিক্ষকতা ছাড়বেন না বাইডেনের স্ত্রী

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০, ১৯:২৮
অ- অ+

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। স্বাভাবিকভাবেই তার স্ত্রী জিল বাইডেন হতে যাচ্ছেন নতুন ফার্স্ট লেডি। তিনি পেশায় একজন শিক্ষিকা। স্বামী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবার জিলের ঠিকানা হতে চলেছে হোয়াইট হাউস। সেখানে হাজার ব্যস্ততার মধ্যেই শিক্ষকতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জিল।

এর আগে তার স্বামী যখন দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও দেশের সেকেন্ড লেডি জিল ট্রেসি জ্যাকবস বাইডেন শিক্ষকতার পেশা ছেড়ে দেননি।

তবে যদি তিনি সত্যিই করতে পারেন তাহলে যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে প্রথম ফার্স্ট লেডি হিসেবে বিরল একটি রেকর্ড গড়তে যাচ্ছেন জিল। যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ম অনুযায়ী, ফার্স্ট লেডিদের নানা ধরনের কাজ করতে হয়। সে সব সামলে অন্য কাজ করা কঠিন। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডি পারিশ্রমিকের বিনিময়ে এভাবে অন্য পেশায় থাকেননি।

জিল অবশ্য মার্কিন মুলুকের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় স্ত্রী। ১৯৬৬ সালে নিলিয়া হান্টারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাইডেন। তাদের তিন সন্তানও ছিল। কিন্তু তৃতীয় সন্তানের জন্মের মাত্র এক বছর পর ঘটে যায় ভয়াবহ ঘটনা। সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় বাইডেনের স্ত্রী ও কন্যার।

প্রথম স্ত্রীর মৃত্যুর তিন বছর পর বাইডেনের ভাইয়ের মাধ্যমে পরিচয় হয় জিলের সঙ্গে। ওই সময় সেনেটর ছিলেন বাইডেন আর জিল তখনও কলেজছাত্রী। শোনা যায় জিলকে বিয়ের জন্য পাঁচবার প্রস্তাব দিয়েছিলেন বাইডেন।‌‌

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি: আমিনুল হক
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
মৃত্যুর আগে খোলা চিঠিতে যা লিখেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার?
মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা