টটেনহ্যামে খুশি মরিনহো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১৭:১২
অ- অ+

এক বছর আগে যখন হোসে মরিনহো টটেনহ্যামের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখনকার চেয়ে এখন তিনি খুশি আছেন। তিনি মনে করছেন, ম্যানেজার হিসেবে তিনি এখনো উন্নতি করছেন।

গতকাল (শুক্রবার) মরিনহোর টটেনহ্যামে যোগ দেয়ার এক বছর পূর্ণ হয়েছে। মরিনহো যখন টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন তখন প্রিমিয়ার লিগে দলটির অবস্থান ছিল ১৪তম। অথচ এখন দলটি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দলের এই সাফল্য উপভোগ করছেন মরিনহো।

মরিনহো বলেছেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখনকার চেয়ে এখন খুশি। এটা খুব ভালো অনুভূতি। আমরা জার্নির শুরুর দিকে রয়েছে। লিভারপুল ৫ বছর সময় নিয়েছে। সিটি সময় নিয়েছে ১০ বছর। চেলসি ২০ বছর।’

চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মরিনহোর অনাড়ম্বরপূর্ণ প্রস্থানের পর অনেকে প্রশ্ন তুলেছিলেন যে, মরিনহো টটেনহ্যামে কতটুকু ভালো করতে পারবেন? এতে কোনো সন্দেহ নেই যে, মরিনহো এসব প্রশ্নের জবাব ভালোভাবেই দিয়েছেন।

মরিনহো বলেছেন, ‘এটা এমন একটা চাকরি বা কাজ যেখানে অভিজ্ঞতার সমন্বয় আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে। এখানে আবেগ থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়।’

তিনি বলেছেন, ‘আমরা সবাই শুধু পারফেকশন খুঁজছি। কিন্তু পারফেকশন অসম্ভব। আমরা পারফেক্ট দল নই। আমাদের বর্তমান দল আগের চেয়ে অনেক ভালো। কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে।’

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা