রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালু রাখার দাবিতে রাজশাহীতে সমাবেশ

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১৮:১৭
অ- অ+

দেশের সবকটি চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় চালু রাখার দাবিতে রাজশাহীতে সমাবেশ হয়েছে। শনিবার সকালে রাজশাহী চিনিকলে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিশিল্প আখ চাষি ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দেশের ১৫টি চিনিকলের মধ্যে ১০টি বেসরকারি মালিকানায় দিয়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান। সভা পরিচালনা করেন সহ-সভাপতি মেসবাউল ইসলাম।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আলী, রাজশাহী চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনতাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চাষি কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি শামসুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা