ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১০:৪৫
অ- অ+

কাতার আনুষ্ঠানিকভাবে ইরানে একজন বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে বলে জানিয়েছেন ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে কাতার এই পদক্ষেপ নিল।

রেজা আরদাকানিয়ান জানান, ইরান হচ্ছে চতুর্থ দেশ যেখানে কাতার বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করলো। এর আগে দেশটি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে।

রেজা আরদাকানিয়ান বলনে, কাতারের এই পদক্ষেপের অর্থ হল দেশটি ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর করার জন্য আন্তরিক এবং সুস্পষ্ট চেষ্টা চালাচ্ছে। খবর পার্সটুডের

এদিকে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট পাভেন থেকে জানানো হয়েছে যে, রেজা আরদাকানিয়ান এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহামদ আল-কুওয়ারি মঙ্গলবার জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন।

এ চুক্তির আওতায় দু'দেশের মধ্যে পানি, সুয়ারেজ ট্রিটমেন্ট, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের ১৪টি খাতে দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। ইরান ও কাতার হচ্ছে বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুই শক্তি।

ঢাকা টাইমস/২৫নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা