পুলিশের ওপর হামলা: ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১১:১৩| আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১২:০৩
অ- অ+

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নৌপুলিশের টহলরত বহরে হামলার ঘটনায় হুকুমের আসামি ইউপি সদস্য পারভেজ গাজী রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে চাঁদপুর শহরের হাকিম প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পারভেজ গাজী রনি উপজেলার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি একই এলাকার মৃত ইয়াকুব আলী গাজীর ছেলে। তবে রনি বর্তমানে শহরের নিশি বিল্ডিং এলাকায় বসবাস করেন।

চাঁদপুর নৌ থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার জানান, রনিকে গত ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

সোমবার চাঁদপুর আদালতে পাঠানো হবে; একই সঙ্গে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

এর আগে চাঁদপুর নৌ থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করেন।

নৌ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য নৌপথের বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এসব অপরাধমূলক কাজ করে তিনি অনেক অর্থের মালিক হয়েছেন। রাজরাজেশ্বর এলাকায় মারধরের ঘটনার সঙ্গে তিনি জড়িত। যার কারণে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা