হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৩:১৩| আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৫:১৩
অ- অ+

সাবেক ক্রিকেটার ও প্রখ্যাত কোচ ডেভ হোয়াটমোরের বাছাইকৃত সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। যেসব দলের হয়ে খেলেছেন বা কোচিং করিয়েছেন সেই দলগুলো থেকে নিজের সেরা একাদশটি সাজিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ।

অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হোয়াটমোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাথে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো হোয়াটমোর বাংলাদেশের উত্থানে রেখেছেন বড় অবদান।

দ্য ক্রিকেট মন্থলি ম্যাগাজিনে প্রকাশিত এক আর্টিকেলে হোয়াটমোর নিজের একাদশ প্রকাশ করেন। একাদশের অধিনায়ক অ্যালান বর্ডার।

২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে কোচিং করিয়েছেন হোয়াটমোর। তার সময়কালেই অভিষেক হয় সাকিবের। সাকিবের প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘সে যেভাবে শুরু করেছিল, আমি জানতাম দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবে। সময়ের সাথে সাথে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং বিশ্বের সেরা অলরাউন্ডারে পরিণত হয়েছে।’

একনজরে হোয়াটমোরের বাছাইকৃত সেরা টেস্ট একাদশ:

সানাথ জয়সুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
খন্ড খন্ড মিছিল আর স্লোগানে সমাবেশস্থলে আসছে নেতাকর্মীরা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা