সুবর্ণচরে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী খুন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:১৮| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:১৭
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. কাশেম মাঝি নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে শফিক মিঝি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে কাশেম মাঝির মৃত্যু হয়। নিহত কাশেম মাঝি চরজব্বার ৭নং ওয়ার্ড চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। আটককৃত শফিক মিঝি একই এলাকার ফজলের রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কাশেম মাঝি ও শফিক মিজির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় মসজিদের সামনে কাশেম মাঝির ছেলের সাথে শফিক মিজির তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর কাশেম মাঝি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে শফিক মিঝি অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে বুকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় কাশেম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করেন শফিক। পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিক মিঝিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/৩ডিসেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা