কুড়িগ্রামে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:১১
অ- অ+

বেতন-ভাতা নির্ধারণ, চাকরিকাল গননা ও অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্যতায় অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্র প্রত্যাহারসহ সমস্যাগুলোর সমাধানের দাবিতে মানববন্ধন করেছে জাতীযকরণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কুড়িগ্রাম জেলা কমিটি। মঙ্গলবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী পলিত হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি একটি স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা অনুযায়ী চাকুরীকালের ভিত্তিতে জেষ্ঠতা, পদোন্নতি, সিলেকসন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেল প্রদান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান এবং গেজেট থেকে বাদ পড়া শিক্ষকদের নাম গেজেটে অর্ন্তভুক্তির দাবী জানান বক্তরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক মোছা: শাহনাজ পারভীন, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান বকসী, ভুরুঙ্গামারী উপজেলা সাধারণ সম্পাদক মো: আলফাজ আলম, উলিপুর উপজেলা সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহেল বাকী, ফুলবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, নাগেশ্বরী উপজেলা সভাপতি এ টি এম রিয়াজুল ইসলাম ও রাজারহাট উপজেলা সভাপতি মো: আ: রহমান প্রমুখ।

ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
শার্শায় ৫০০ একর ফসলি জমি পানির নিচে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা