কক্সবাজারে নয়জন মাদকসেবীর সাজা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭
অ- অ+

কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড এবং জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে কক্সবাজার র‍্যাব-১৫।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোলদিঘী পাড় এলাকা থেকে মুবিনুল হক(২৮), সাদেক হোসেন(১৮), নুরুল হাকিম(২৬), মো. মিজান(১৮), মো. হোসেনকে(২৮) ২০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রিপন পাল(২১), মো. ওসমান(২৮), কাজল মল্লিক(৩৪), মিঠু পালকে(২৫) ১০০ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উদ্ধারকৃত মাদক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা