বগুড়ায় বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২১, ১০:০৪
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির সামনে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার পর একটি মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার নাম ফরিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ভবানীপুর ইউনিয়নের ইতালি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। তি‌নি স্থানীয় ছোনকা বাজা‌রে রড সি‌মে‌ন্টের ব‌্যবসা কর‌তেন।

জানা গেছে, ফরিদুল ইসলাম সন্ধ্যার পর তার দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফির‌ছি‌লেন। বাড়ির দরজার সামনে পৌঁছাতেই আগে থে‌কে ওঁৎ পে‌তে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে ডাক দেয়। বাড়ির দরজার সামনে দাড়ালে দুর্বৃত্তরা তা‌কে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, কি কারণে ফরিদুলকে হত্যা করা হ‌য়ে‌ছে সে বিষয়ে এখন জানা যায়নি। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে প‌রিদর্শন ক‌রে‌ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চল‌ছে।

ঢাকাটাইমস/৬জানুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা