ইবির প্রশাসনিক তিন পদে নতুন মুখ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ২১:২০
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরিবহন প্রশাসক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের ব্যক্তিগত সহকারী আইয়ুব আলী স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক আতাউর রহমান ও পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে উপ-প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন তারেককে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র মতে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফের স্থলাভিষিক্ত হলেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়াও নতুন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

এদিকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন তারেক সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। তিনি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যের কাছে আবেদনপত্র জমা দেন।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা