মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ বিএনপির প্রার্থী

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৭ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হচ্ছেন যশোর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মারুফুল ইসলাম। মনোনয়নপত্র বহালে জেলা প্রশাসকের কাছে আপিল খারিজের পর সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মুকুল।

মুকুল জানান, যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করেন তারা। রবিবার বিকালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সেই আপিলের শুনানির পর সোমবার তা খারিজ করে দেন। এই অবস্থায় দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা উচ্চ আদালতের দারস্থ হতে এখন ঢাকায় অবস্থান করছেন।

এর আগে মনোনয়নের বিষয়ে রবিবার জেলা প্রশাসকের উপস্থিতিতে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আপিল শুনানিতে মারুফুল ইসলামের পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে অ্যাডভোকেট দেবাশীষ দাস, মোহাম্মদ আলী, আনিছুর রহমান মুকুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু অংশ নেন।

এ সময় সাবেরুল হক সাবু গণমাধ্যমকে জানান, এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা পরিশোধের জন্য জমা দেয়া হয়। ২ ফেব্রুয়ারি তাদের প্রার্থী টাকা পরিশোধের চিঠি হাতে পান। তবে নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংক ওই ঋণ পরিশোধের চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। অথচ ব্যাংকের ওই চিঠি সংক্রান্ত জটিলতায় মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বহাল করতে শুক্রবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন মারুফুল ইসলাম।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

এই বিভাগের সব খবর

শিরোনাম :