পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলব ইরান-তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০
অ- অ+

ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরান আঙ্কারার বিরুদ্ধে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করে বক্তব্য দেয়। এরপর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক। অন্যদিকে, ইরানের মাটিতে কুর্দিদের উপস্থিতি আছে এমন মন্তব্যের জেরে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার তুরস্ক ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফারাজামান্ডকে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করার মন্তব্যের জেরে তলব করে। এর আগে শনিবার ইরাকে থাকা ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি রুডাও নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাতকারে, তুরস্ক ইরাক সীমান্তে কুর্দি ওয়ার্কাস পার্টির ওপর সামরিক অভিযান চালাচ্ছে বলে মন্তব্য করে।

অজ্ঞাত কূটনৈতিকের বরাত দিয়ে আনাদোলু নিউজ এজেন্সি জানায়, তুরস্ক ইরানের বাগদাদ রাষ্ট্রদূতের অভিযোগ প্রত্যাখান করেছে। এতে বলা হয়, তুরস্ক ইরাকের স্থিতিশীলতা নষ্টকারী পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় দেশটিতে থাকা ইরানের রাষ্ট্রদূত ফারাজামান্ডকে সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অভিযানকে বিরোধীতা করার পরিবর্তে সমর্থন করার আহ্বান জানান।

অন্যদিকে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু ইরানের মাটিতে পিকেকে যোদ্ধাদের উপস্থিতি আছে বলে মন্তব্য করেন। এর জেরে ইরান তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা