কটাক্ষের কড়া জবাব দিলেন শান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১০:৩৪
অ- অ+

ভারতে ঊর্ধ্বমুখী পেট্রল ও ডিজেলের দাম। এ নিয়ে সম্প্রতি টুইটারে প্রশ্ন তোলেন বলিউডের জনপ্রিয় গায়ক শান। তার জেরে এই সংগীতশিল্পীকে কটাক্ষ করেন এক নেটিজেন। তিনি শানের উদ্দেশ্যে লেখেন, ‘যে ক্ষমতা আপনার হারিয়ে গেছে, সেই গানের দিকে মন দিন। যেটা বোঝেন না, তাতে নাক গলানোর চেষ্টা করবেন না।’

গোটা ভারতে শান হাসিখুশি ও ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিতি। কিন্তু নেটিজেনের এমন কটাক্ষ সহজভাবে নিতে পারেননি গায়ক। তাই মোক্ষম জবাবটাও দিয়ে দিলেন। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে শান লিখেছেন, ‘প্রশ্ন তুলেছি, কারণ আমি চাই কেউ বুঝিয়ে দিক। আমি কি জানতে পারি, আপনি সংগীত সম্পর্কে কী বোঝেন যে বলছেন, আমি গান করার ক্ষমতা হারিয়ে ফেলেছি?’

যদিও এবার আর শানের টুইটের জবাব দেওয়ার সাহস হয়নি ওই নেটিজেনের। এর আগে গায়ক পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, ‘কেন সরকার পেট্রলে জিএসটি আনছে না? রাজ্য এবং কেন্দ্র কেন পেট্রলের উপর বেশি কর বসাচ্ছে? এর কি কোনো যুক্তিসঙ্গত উত্তর আছে? দয়া করে আমাকে কেউ বুঝতে সাহায্য করুন।’

প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে সিনেমায় গান গেয়ে চলেছেন শান। হিন্দির পাশাপাশি তিনি গান গেয়েছেন কলকাতার বাংলা চলচ্চিত্রেও। পেয়েছেন নামিদামি অনেক পুরস্কার। তবে ইদানীং খুব বেশি গানের জগতে দেখা যায় না শানকে। ফলে তাকে নিয়ে আলোচনাও নেই তেমন। তবে এবার নিজের মতামত ব্যক্ত করে শিরোনামে উঠে এলেন গায়ক।

ঢাকাটাইমস/০১মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা