‘নভেম্বর থেকে কিউলেক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ১৯:৪৬| আপডেট : ০৫ মার্চ ২০২১, ২০:০১
অ- অ+

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত। ডেঙ্গুর দিকে নজর দিতে গিয়ে কিউলেক্স মশার দিকে নজর দিতে পারেনি দক্ষিণ ঢাকা। ফলে এ মশার উপদ্রব বেড়েছে। এখানে কৌশলগত ভুল আছে বলে মনে করছেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নভেম্বর থেকেই কিউলেক্স মশার ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত ছিল।

শুক্রবার বিকালে ডেমরাস্থ ৬৮ নম্বর ওয়ার্ডের করিম জুট মিলস মাঠে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর তৃতীয় পর্বের ফুটবল খেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘আমি এর আগেও বলেছি- আমাদেরকে বিশেষজ্ঞমহল যে পরামর্শ দিয়েছিলেন সেটা হলো, তারা মনে করেছেন- যেহেতু ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত আছে সেহেতু ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা তাই করেছি। সে জায়গাতেই আমার মনে হয়েছে যে কৌশলে আমাদের একটু ভুল আছে। আমাদেরকে নভেম্বর থেকেই কিউলেক্স মশার ব্যাপারে ব্যবস্থা নেওয়া আরম্ভ করা উচিত ছিল।‘

মেয়র বলেন, ‘নভেম্বরে শীত আসার সঙ্গে সঙ্গেই পানির গভীরতা কমতে শুরু করায় পানি কলুষিত হয়ে গেছে। আর ময়লা আবর্জনার কারণে কিউলেক্স মশার জন্য তা প্রজনন উপযোগী স্থান হয়েছে।‘

ডিএসসিসি’র উদ্যোগে এরইমধ্যে মশার উপদ্রব আগের চাইতে কমেছে জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, যে কার্যক্রম গ্রহণ করেছি তাতে এরই মাঝে মশার উপদ্রব আগের চাইতে কমতে শুরু করেছে।‘

চলতি বছর এপ্রিল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে এবং নভেম্বর থেকে কিউলেক্স মশার বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

এদিকে ‘পুরান ঢাকা গ্রুপ’ নামে একটি ফেসবুক গ্রুপে শুক্রবার বিকালে ইশান সাহা নামের এক ব্যক্তি লিখেছেন, ‘পুরান ঢাকায় মশার প্রচণ্ড উৎপাত বেড়ে গেছে, অথচ দীর্ঘদিন যাবত মহল্লাগুলোতে ওষুধ না দেয়ার কারণ কি??’

গতকাল মাকসুদ রানা মিঠু নামে এক ব্যক্তি এক ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘মশার শহর ঢাকা। ঢাকার মানুষ মশা থেকে মুক্তি চায়। দুই সিটি করপোরেশনের দৃষ্টি আর্কষণ করছি।’

মশার যন্ত্রণায় অতিষ্ট মানুষের এমন অনেক পোস্টেরই দেখা মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সমস্যা সমাধানে আশা দেখাচ্ছে নগর কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৫মার্চ/কারই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রণবীর-ইয়াশের ‘রামায়ণ’: ১৬০০ কোটি রুপি বাজেটের ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা