শাস্তিমুক্ত হতে যাচ্ছেন শাহাদাত হোসেন

ক্রীড়া প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৬:৩৪| আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৭:১৯
অ- অ+

বছর ছয়েক আগে জাতীয় দলের জার্সিগায়ে মাঠে নেমেছিলেন পেসার শাহাদাত হোসেন রাজীব। এরপর ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা আসায় মাঠের বাইরেই রয়েছেন তিনি। ফলে আয়-রোজগার তেমন নেই বললেই চলে। এর উপর আবার মায়ের ক্যান্সার। অনেকটা দিশেহারা হয়ে পড়া শাহাদাত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেন। সবকিছু বিবেচনা করে এই পেসারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে জানা যায়।

বিসিবির অন্যতম শীর্ষকর্তা এবং ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান বলেন, ‘আমরা মানবিক কারণে রাজীবের শাস্তির মেয়াদ কমিয়ে তাকে মুক্ত করে দিতে চাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘আমি এ বিষয়ে বোর্ডের অন্যতম শীর্ষকর্তা ইসমাইল হায়দার মল্লিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনিও শাহাদাত হোসেন রাজীবের শাস্তি মাফ করার ব্যাপারে মত দিয়েছেন।’

আকরাম যোগ করেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে রাজীবের শাস্তি মুক্তির সুপারিশ করে বোর্ডে পাঠাবো। বোর্ড তা অনুমোদন করলে খুব শিগগিরই মুক্ত হয়ে যাবে রাজীব।’

উল্লেখ্য, জাতীয় লিগে সতীর্থ খেলোয়াড়ের গায়ে হাত তোলার কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন রাজীব। তবে পরে এই শাস্তি থেকে দুই বছর স্থগিত করেছিল বিসিবি। আর এবার মানবিক কারণে বাকি থাকা তিন বছরের শাস্তির ১৬ মাসের মধ্যেই মুক্ত হয়ে যাচ্ছেন শাহাদাত হোসেন রাজীব।

(ঢাকাটাইমস/০৮মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা