ভোলায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত

ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভোলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮৫ জনে।
সোমবার দুপুরে ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ভোলায় মোট ৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে এক হাজার ১৫ জন। বাকি ১৭০ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে হাসপতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন আটজন। বাকিরা বাসায় চিকিৎসাধীন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।
ভোলার সিভিল সার্জন সৈয়দ রেজাউল ইসলাম জানান, সারাদেশের ন্যায় ভোলাতেও ক্রমাগতভাবে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার সাত উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৮৫টি বেড। প্রয়োজনে এগুলো আরো রাড়ানো হবে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে ৫০টি, চরফ্যাশন হাসপাতালে ১০টি ও বাকি পাঁচ উপজেলায় পাঁচটি করে বেড রয়েছে।
এছাড়া, করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে সরকারের নির্দেশনার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন সিভিল সার্জন।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/পিএল)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মানিকগঞ্জে ধানকাটা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটে নদ-নদীর পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, জনজীবন বিপন্ন

ঘাটাইলে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের, সম্পাদক দুদু মল্লিক

মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত

নাড়ি ছিঁড়ে টয়লেটের পাইপে ঢুকে যায় নবজাতক: তদন্ত প্রতিবেদন

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা
