করোনা মোকাবিলায় রাজবাড়ী আ.লীগের সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২১, ১৬:৪০
অ- অ+

করোনা মোকাবিলায় করনীয় বিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছে।

এসময় উগ্র মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক শক্তি হেফাজতে ইসলামীর সাম্প্রতিক দেশব্যাপী তাণ্ডব ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানানো হয়।

রাজবাড়ী শহরের প্রধান সড়কের পাশে জেলা আওয়ামী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে হয়।

এসময় বক্তারা বলেন, ‘রাজবাড়ী শহরের মূল ব্যবসাকেন্দ্র বড় বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ ২২টি পয়েন্টে মাইক স্থাপন করে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরনে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধকরনে অবিরাম প্রচেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহসভাপতি অ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ শফিকুল আজম মামুন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক অ্যাডঃ সফিকুল হোসেন।

এছাড়ও সংবাদ সম্মলনে জেলা, পৌর, মহিলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও গত বছরের মত এবারও আওয়ামী লীগের উদ্যোগে মানুষের করোনার ঝুঁকি এড়াতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকরণ মানুষের মধ্যে বিতরণ অব্যহত রয়েছে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা