কেরানীগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১১:৪৮| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১২:৪৮
অ- অ+

কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। রবিবার ভোরে কোনাখোলা-রুহিতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

তিনি জানান, পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে পেছন থেকে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

কাজী মাইনুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, কোনাখোলা-রুহিতপুর সড়কে অটোরিকশা দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া সিএনজির চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনাটি খুব ভোরে ঘটেছে। ফলে যে গাড়িটি ধাক্কা দিয়েছে তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা আশপাশে কোনো সিসিটিভি পাইনি। তাই এখনো বলা যাচ্ছে না কি ধরনের গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিয়েছিল। তবে পেছন থেকে ধাক্কা দেয়ায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা