দিনের শুরুতে নিম্নমুখী সূচক

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১০:৩৫| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১০:৪৫
অ- অ+

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী পতনে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক প‌য়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯৭ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৯৮ কোটিয় ২৩ লাখ ৪১ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৭টির। কমেছে ১৪০টির। অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। শেষ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫টির। কমছে ৩৫টির। আর দর অপরিবর্তিত আছে নয়টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে এক কোটি ২৬ লাখ ৮৩ হাজার ২০৮ টাকা।

(ঢাকাটাইমস/১৩এ‌প্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা