ব্রহ্মপুত্রে গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৩৪| আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৩৬
অ- অ+

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের পাশে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে তিন শিশু মারা গেছে। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর সানকিপাড়া এলাকায় শোকাবহ পরিবেশ রিরাজ করছে।

মৃতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে সায়েম (৭), হাবিবুর রহমান রতনের ছেলে মাদ্রাসাছাত্র আহাদ (৭) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।

নিহতের স্বজনরা জানান, পাঁচ বন্ধু মিলে দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এক পর্যায়ে সায়েম, আহাদ ও জিহাদ পানিতে তলিয়ে যায়। অন্যদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে জিহাদ ও সায়েমকে উদ্ধার করে। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা আহাদকে উদ্ধার করে। ওই তিন শিশুকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. কাফিয়া ফেরদৌসী জানান, শিশুদের মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ওই তিন শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা