হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৮:৫১
অ- অ+

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র গুলশান ডিভিশন।

গ্রেপ্তারের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন ডিবির গুলশান ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিসি মশিউর রহমান বলেন, হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলোর একটিতে গ্রেপ্তার দেখানো হবে। মাত্র গ্রেপ্তার করা হয়েছে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এর আগে, ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

সম্প্রতি হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে ২০১৩ সালের শাপলা চত্বরের মামলাসহ সাম্প্রতিক সময়ের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা