দৌলতদিয়ার ২ কাতল ১ আইড়ের দাম ৭৫ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ২২:৩২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় বুধবার দুপুরে জয়নাল সরদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক কাতল।

পরে মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

অন্যদিকে বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী এলাকার পৃথক দুই জেলের জালে ধরা পরে ১৩ কেজি ওজনের এক কাতল ও ছয় কেজি ওজনের এক আইড় মাছ। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে ওই মাছ দুটি বিক্রি হয়েছে ২৩ হাজার ৫০০ টাকায়।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, একটু লাভের আশায় আড়তে থেকে ডাকের মাধ্যমে বড় বড় মাছ কিনে তাৎক্ষণিকভাবে মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বড়লোক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বেশি লাভে বিক্রি করছি। আর গত ২/৩ বছর ধরে পদ্মায় জেলেদের জালে এ রকম বড় বড় আড়ই, পাঙ্গাস, বোয়াল ও কাতল মাছ ধরা পরায় জেলেরা ও আমরা মাছ ব্যসায়ীরা কম পরিশ্রমে বেশি লাভ করছি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :